• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২৪ পূর্বাহ্ন |

ডোমারে চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থীত প্রার্থী বিজয়ী

Election Picসিসি নিউজ: নীলফামারীর ডোমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী হাফিজুল ইসলাম হাফিজ নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীক নিয়ে  ৪,১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি সমর্থীত প্রার্থী মোসাব্বের হোসেন মানু কাপপিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৩৮ ভোট।  এছাড়াও  অপর দুই প্রার্থী জামায়াত সমর্থীত আহমাদুল হক দোয়াত কলম প্রতিকে ২০৬৫ এবং স্বতন্ত্র প্রার্থী খায়রুল ইসলাম ৩০ ভোট পান। উপজেলা রির্টানীং কর্মকর্তা সেকেন্দার আলী বেসরকারি ভাবে ভোটের ফলাফল ঘোষনা করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সেকেন্দার আলী জানান, মোট ১১হাজার ৮০৩জন ভোটারের মধ্যে ৯৭৩৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে হাফিজুল ইসলাম হাফিজ আনারস প্রতীক নিয়ে  ৪,১৬৫ ভোট পেয়ে  বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন । সকাল ৮টা থেকে কোন বিরতী ছাড়া বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রের ৩৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
অপর দিকে  একই ভাবে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের ৭,৮ও ৯ নম্বর ওয়াডের সংরক্ষিত মহিলা সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পারভিন বেগম কলস প্রতীক নিয়ে ৯৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি  রঞ্জিতা রাণী  টেলিভিশন প্রতীক নিয়ে ৮০০ পেয়েছেন।
উলেখ্য যে, চলতি বছরের ১০ জনু ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বাবু  আকষ্মিক মৃত্যু বরণ করায় এবং বামুনিয়া ইউনিয়ন পরিষদের ৭,৮ও ৯ নম্বর ওয়াডের সংরক্ষিত মহিলা সদস্য সন্ধ্যা রানী রায় স্বেচ্ছায় পদত্যাগ করায় কারনেই পদ দু’টি শুন্য ঘোষনা  করে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ