• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:৫৩ পূর্বাহ্ন |

ঈদে মিলাদুন্নবী পালন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে শতাধিক আহত

songorsoব্রাহ্মণবাড়িয়া : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাত ও তাবলিগ জামাতের কর্মীদের মধ্যে সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন।
রোববার বেলা ১১টা থেকে আশুগঞ্জ শহরের পূর্ববাজার এলাকায় এই সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে আহতদেরকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশুগঞ্জ পৌর শহর থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশ্নে জুলুস বের হয়। জশ্নে জুলুসটি শহরের পূর্ববাজার এলাকায় আসলে তাবলিগ জামাতের কর্মীরা তাতে বাধা দেয়। এতে উভয় পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক লোক আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ