ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ২০ দলীয় জোটের ডাকে উপজেলা বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালনে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত। সোমবার ৫ জানুয়রী গনতন্ত্র হত্যা দিবস পালনের লক্ষ্যে বিকেল ৩টায় উপজেলা বিএনপির উদ্যোগে ফুলবাড়ী সরকারী কলেজের শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিন করে পুনরায় নিমতলা মোড় দলীয় কার্য্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে নিমতলা মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর আবুল বাশার, পৌর বিএনপির সভাপতি আব্দুল মান্নান সরকার, সাধারন সম্পাদক সেকেন্দার আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক সাহাজুল ইসলাম, সহসভাপতি খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন চৌধুরী, আব্দুল মজিদ মন্ডল, যুবদলের সভাপতি তোফায়েল হোসেন চৌধুরী, সেচ্ছাসেবক দলের আহবায়ক নবাব আলী, যুগ্ন আহবায়ক মোঃ আসলাম হোসেন, পৌর যুবদলের সভাপতি সাইদুর রহমান, ছাত্র দলের সভাপতি মাহবুব আলম, সাধারন সম্পাদক জাকিউর রহমান চঞ্চল প্রমুখ।