• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৬:০৪ পূর্বাহ্ন |

ডিমলা প্রেসক্লাবের সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা

Preesসিসি নিউজ: নীলফামারীর ডিমলা উপজেলার সাংবাদিকদের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সংবাদদাতা ও প্রেসক্লাবের সভাপতি সরদার ফজলুল হককে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। আজ সোমবার দুপুরের পর ডিমলা প্রেসক্লাবের এক জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই উপজেলার সাংবাদিকরা এই ঘোষনা দেন। উপজেলার সিনিয়র সাংবাদিক নিরঞ্জন দের সভাপতিত্বে ডিমলা প্রেস ক্লাবের জরুরী সভায় প্রেসক্লাবের ২০ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় সকল সাংবাদিকদের মতামতে সরদার ফজলুল হককে অবাঞ্চিত ঘোষনা করা হয়।
এ ব্যাপারে সরদার ফজলুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি সিসি নিউজকে জানান, সম্প্রতি কতিপয় সাংবাদিক মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণে অনিয়মের মিথ্যা সংবাদ প্রকাশ করে। আর এ মিথ্যা সংবাদের জন্য শিক্ষক সমিতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করে বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্ত নেয়। আমি বিষয়টি নিষ্পত্তি করার লক্ষ্যে উভয়পক্ষকে নিয়ে একটি সভা করেছি। আর এতে সাংবাদিকদের একটি অংশ উষ্কানি দিয়ে আমার সুনামকে ক্ষুন্ন করার জন্য এমন কার্যকলাপে লিপ্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ