• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ন |

সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

Nirbaconদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১১ জানুয়ারী রবিবার রাতে এ নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। সেতাবগঞ্জ চিনিকল উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে শ্রমিক কর্মচারীরা বিরতিহীনভাবে ভোট প্রদান করেন।
সভাপতি পদে মো. আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে মোঃ হাবিবুর রহমান দুলাল নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্যরা হলেন-সহ-সভাপতি মো. কামরুজ্জামান, যুগ্ম সম্পাদক আহসান আলী, কোষাধ্যক্ষ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম, দপ্তর সম্পাদক পদে খোকন চন্দ্র সরকার। এছাড়া ক, খ, গ ও ঘ এলাকা থেকে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ৭৭৫ জন শ্রমিক-কর্মচারীর মধ্যে ৭৬৬ জন ভোট প্রদান করেন করেন। নির্বাচন কমিশনার সেচিক জিএম (প্রশাসন) মো. রেজাউল করিম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ