পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানায় দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে বাগজানা আদর্শ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ও এডিএফ এর পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সামছুল আলম দুদু। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান জামাত আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মোরাক্কাব রিয়াজুল হোসেন। বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেনসহ সংস্থার কর্মকর্তাবৃন্ধ। অনুষ্ঠানে ১৭০ জন শীতার্থ ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও উক্ত সংস্থা থেকে আটাপুর ইউপির দিবাকরপুর স্কুল সংস্কারের জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।
ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
জয়পুরহাটের পাঁচবিবিতে সাংবাদিক জামসেদ আলম স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন। শুক্রবার সন্ধ্যায় পাঁচবিবি প্রেসক্লাব চত্বরে, প্রেসক্লাবের আয়োজনে ও পৌরসভার পৃষ্ঠপোশকতায় অনুষ্ঠিত প্রতিযোগিতার পূর্বে এক আলোচনায় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আব্দুল হালিম সাবু। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সামছুল আলম দুদু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক, ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, অফিসার ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল। উদ্বোধনী খেলায় জয়পুরহাট মিঠু স্মৃতি সংসদ ও পাঁচবিবি প্রেসক্লাব পরস্পর মোকাবেলা করেন।