ঢাকা: বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় এবার উদ্বেগ ও নিন্দা প্রকাশ করল অস্ট্রেলিয়া। সোমবার সন্ধ্যায় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার গ্রেগ উইলকুকের পক্ষে অস্ট্রেলীয় হাইকমিশন থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, ‘সরকার এবং বড় রাজনৈতিক দলের (বিএনপি) নেতাদের সঙ্গে আজকে (সোমবার) এবং সাম্প্রতিক সময়ে একাধিকবার আলাপ করেছি। বর্তমান রাজনৈতিক অচলাবস্থার জন্য কোনো যথাযথ কারণ খুঁজে পাইনি। অথচ রাজনৈতিক সহিংসতা চলছে, যা খুবই নিন্দনীয়।’
বার্তায় আরো বলা হয়, ‘সবপক্ষকে অনুরোধ করব সংলাপে বসে শান্তিপূর্ণভাবে বর্তমান সমস্যার সমাধান করতে। আমরা বিশ্বাস করি, রাজনীতিবিদদের ইতিবাচক আলোচনা বাংলাদেশকে ভবিষ্যতে আরো শক্তিশালী হতে সহায়তা করবে।’ এর আগে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন এবং ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ ও নিন্দা জানায়।