• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন |
শিরোনাম :

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ৯টি উট আটক

Utt 20.01ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীর বালারহাট সীমান্ত দিয়ে মঙ্গলবার ভোরে চোরাকারবারীরা ৯ টি ভারতীয় বড়বড় উট পাচার করে বাংলাদেশে নিয়ে এসেছে। পাচারকৃত উট গুলো বর্তমানে বালারহাট ইজারাদারের হেফাজতে রয়েছে।
বিজিবি ও বালারহাট ইজারাদার আইয়ুব আলী ও নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ওমর আলী মন্টু মেম্বার জানান, মঙ্গলবার ভোরে বালারহাট সীমান্তের ৯৩৪ নং আন্তর্জাতিক পিলারের নিকট দিয়ে বাংলাদেশে ও ভারতের একদল চোরাকারবারী উট গুলোকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করায়। হঠাৎ উঠ পাচার হয়ে আসার সংবাদ পেয়ে বিজিবি ও পুলিশ তৎপর হয়ে উঠে। পরবর্তিতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রক্রিয়ার সৃষ্ঠি হয় এবং উৎসুক জনতা তা দেখার জন্য বালারহাট বাজারে জড়ো হতে থাকে। পাচার হয়ে আসা উট গূলো ভুরুঙ্গামারী উপজেলার জুম্মাপাড়া গ্রামের জনৈক রজব আলী বলে বিজিবি জানিয়েছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল জাকির হোসেন মোবাইল ফোনে জানান, আটক প্রতিটি উটের জন্য ৬ হাজার টাকা করে ৯টি উটের করিডোরের কাগজ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ