• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:৫৩ পূর্বাহ্ন |

দিনাজপুর জেলার সেরা সরকারী কর্মকর্তা এনায়েত হোসেন

Zela Education Officer Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সরকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। দিনাজপুর জেলায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি সেরা কর্মকর্তার এই গৌরব অর্জন করেন।
দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় গত ২১-২৩ জানুয়ারী-২০১৫ তারিখে জিলা স্কুলে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে তাঁকে জেলার সেরা সরকারী কর্মকর্তা হিসেবে পুরষ্কার ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজী। এনায়েত হোসেন জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানমসমূহে মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়নে এবং মনিটরিং কার্যক্রম জোরদার করে শ্রেণি পাঠদানে তথ্যপ্রযুক্তির ব্যবহার উৎসাহিত করে শিক্ষার গুণগতমান উন্নয়নে অবদান রাখেন। তারই ফল স্বরুপ তাকে এই সম্মানজনক পুরষ্কারে ভূষিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ