গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্যাপুরে অবরোধে দায়িত্বপালন কালে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কনস্টেবল মোস্তাফিজার রহমান মন্ডল (৪৫) আকস্মিকভাবে মারা গেছে।
সোমবার সকালে মোটরসাইকেলে করে থানা থেকে কলোনী মোড় যাওয়ার পথে শহরতলীর শহীদ মিনার এলাকায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। সাথে সাথে তাকে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় তার মৃত্যু হয়।
মোস্তাফিজার রহমান (কনস্টেবল নং ৭১৫) সাদুল্যাপুর থানায় কর্মরত ছিলেন। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের জুম্মা জলছত্র গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আলহাজ মোজাম্মেল হক। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, অবরোধে সড়কে টহল ডিউটি পালন করছিলেন মোস্তাফিজার রহমান।