• বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন |

অবরোধের হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারিদের

39241_1ঢাকা: সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী বলেছেন, অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে ৫ তারিখের মধ্যে মু্ক্তি না দিলে ৬ ফেব্রুয়ারি থেকে সারা দেশে রাজপথ অবোরধ করা হবে।

মঙ্গলবার দুপুরে শিক্ষক কর্মচারি ঐক্যজোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন। দুপুরে জাতীয় প্রেসক্লাবে অধ্যক্ষ মো. সেলিম ভূইয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।রুহুল আমিন বলেন, ‘মিথ্যা মামলায় সেলিম ভূইয়াকে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। যদি এই রিমান্ডের নামে তাকে কোন প্রকার নির্যাতন করা হয় তাহলে সারাদেশে আগুন জ্বলে উঠবে। তাই ৫ ফেব্রুয়ারির মধ্যে এই শিক্ষক নেতার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে তা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য যাত্রাবাড়ীর বোমা হামলাকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার উপদেষ্টা শওকত মাহমুদ ও শিক্ষক নেতা সেলিম ভূইয়াসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- আয়োজক সংগঠনের সভাপতি বাবু অজিত কুমার রায়, মহাসচিব সৈয়দ জাকির হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট ঢাকা বিভাগের সভাপতি মোল্লা নজরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ