হিলি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনে হাটখোলা বিওপি ক্যাম্পের সদস্যরা গত রাতে অবৈধ পথে ভারত থেকে আসা ১৩টি গরু উদ্ধার করে হিলি শুল্ক স্টেশনে জমা দেয়। এলাকাবাসী জানায়, লাইনম্যান গোপাল, জুয়েল, রশিদ ও হাবিবের নেতৃত্বে কড়িডোর বন্ধ থাকলেও কিছু অসাধু বিজিবি সদস্যদের সহযোগীতায় অবৈধ ভাবে রাতের অন্ধকারে রহরহ ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করে। এবং অনেক কৃষক বলেন কৃষি জমির উপর দিয়ে ভারতীয় গরুগুলো নিয়ে আসার সময় আমাদের আবাদী ফসল নষ্ট করে একাধিকবার লাইনম্যানদের সঙ্গে বৈঠক করেও কোন লাভ হয়নি। হাটখোলা ক্যাম্প কমান্ডার ফজলুল হক জানান গত দুই দিনে সীমান্তের বিভিন্ন স্থান থেকে এই গরুগুলো উদ্ধার করা হয়।