• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:২০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে সাড়ে সাত শ’ দুস্থ মানুষের মাঝে রোজার খাদ্য সামগ্রী বিতরণ রঙ্গপুর গবেষণা পরিষদ নীলফামারী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপন সৈয়দপুরের ঘর পেলেন আরো ১১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার চালু হচ্ছে চিলাহাটি-ঢাকা রুটে আর একটি আন্তঃনগর ট্রেন ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মেধা অম্বেষনে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা জয়পুরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড চিরিরবন্দরে ড্রাম ট্রাক চলাচল ও বালুরঘাট বন্ধের দাবীতে মানববন্ধন সৈয়দপুরের যুবক বিদেশী পিস্তলসহ চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার

রাজারহাটে পুলিশ-জনতা সংঘষর্: গ্রেপ্তার-২

songorsoরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে এলজিইডি’র রাস্তার গাছ কাটার সময় উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. এনামুল হক নিষেধ করায় তাকে আটক করে মোটর সাইকেল ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছুলে সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আব্দুল মজিদ (৪৫) নামের প্রধান আসামীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপসহকারী প্রকৌশলী এনামুল হক ও তার ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উমর মজিদ ইউপি’র ধনঞ্জয় গ্রামে বুধবার সকাল ১০টায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উমর মজিদ ইউপি’র ধনঞ্জয় এলাকার মৃত কছির উদ্দিনের পুত্র ও বর্তমান ঠাকুরগাঁও জেলায় আনসার ব্যাটালিয়নে কর্মরত সিপাহী আব্দুর রশিদ ছুটিতে বাড়িতে এসে তার বসতভিটা সংলগ্ন এলজিইডি’র রাস্তার ৪টি ইউক্লিপটার্স গাছ কাটছিল। এ সময় ওই রাস্তা দিয়ে রাজারহাট উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. এনামুল হক ফুলখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মানের কাজ দেখার জন্য যাচ্ছিলেন এবং তিনি ওই গাছ গুলো কাটতে নিষেধ করলে রশিদের বড় ভাই আব্দুল মজিদ ও রশিদের স্ত্রী লিপি বেগমসহ ২৫-৩০ জনের একদল নারী-পুরুষ দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের উপর হামলা চালিয়ে দু’আসামীকে ছিনিয়ে নেয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে প্রকৌশলী এনামুল হক ও তার ব্যবহৃত মোটর সাইকেল টিভিএস-১০০ সিসি, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-হ-২৯-৮২৭৬ উদ্ধার পূর্বক ঘটনার সঙ্গে জড়িত লিপি বেগম (৩৫) ও শাকিল (১৮) নামের দু’জনকে পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী মো. এনামুল হক বাদী হয়ে আব্দুল মজিদকে প্রধান আসামী করে ২৩ জন নামীয় ও অজ্ঞাত ২০-২৫ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। গতকাল এ রিপোর্ট লেখার সময় রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, সরকারি কাজে বাধাদান করার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ