• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৪:৫৯ পূর্বাহ্ন |

৪৮ ঘন্টা হরতালের সমর্থনে সৈয়দপুর শিবিরের মিছিল

10325191_700300850091228_2321659301665527186_nপ্রেস বিজ্ঞপ্তি : রংপুর মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমিরসহ তিনকর্মী নিখোঁজ হওয়ার প্রতিবাদে আহুত জামায়াতের ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল করেছে সৈয়দপুর শিবির। হরতালের প্রথম প্রহরে শহরের টার্মিনাল এলাকায় রাস্তায় আগুন ও কাঠের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে শিবির কর্মীরা। এসময় সৈয়দপুর-রংপুর সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে শহরের সিনেমা রোডে উপজেলা শিবিরের সভাপতি হাফেজ আব্দুল মুয়ীদের নেতৃেত্ব হরতালের সমর্থনে মিছিল হয়। গতকাল রাতে ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে শহরের রংপুর রোডে উপজেলা শিবিরের সেক্রেটারি শরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। হরতালে সবধরণের যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার ২৮ জানুয়ারি ভোর ৬টা থেকে এ হরতাল শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ