• বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৪:৫৭ অপরাহ্ন |

রাজারহাটে প্রকৌশলীর উপর হামলার ঘটনায় মামলা

Mamlaরফিকুল ইসলাম, রাজারহাট: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মো. এনামুল ইসলামের উপর হামলার ঘটনায় বুধবার রাতে ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ জনকে আসামী করে রাজারহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ওই দিন থানা পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেপ্তার করে। বুধবার রাত থেকে ধনঞ্জয় এলাকায় গ্রেপ্তার আতংক বিরাজ করছে।
মামলার বিবরণে প্রকাশ, উমর মজিদ ইউপি’র ধনঞ্জয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলজিইডি’র রাস্তার গাছ কাটার সময় বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. এনামুল ইসলাম উক্ত রাস্তার গাছ কাটা নিষেধ করলে তার উপর হামলা চালিয়ে তার ব্যবহৃত মোটর সাইকেলটি ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছুলে সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামী ধনঞ্জয় এলাকার মৃত কছির উদ্দিনের পুত্র আব্দুল মজিদ (৪৫) কে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপ-সহকারী প্রকৌশলী এনামুল ইসলাম ও তার ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো-আনসার ব্যাটালিয়নের সিপাহী ও মামলার ২নং আসামী আব্দুর রশিদের স্ত্রী উম্মে কুলছুম (৩৫) ও শাকিল (১৯)। এ ঘটনায় বুধবার রাতে উপ-সহকারী প্রকৌশলী মো. এনামুল ইসলাম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ২৫জনসহ ৪৮ জনের নামে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬, তাং-২৮-০১-১৫ ইং। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, গ্রেপ্তারকৃত দু’আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ