• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:১৫ পূর্বাহ্ন |

বরিশালে লঞ্চে পেট্রোল বোমা নিক্ষেপ

Bomaবরিশাল : বরিশালের গৌরনদীতে লঞ্চে পেট্রোল বোমা নিক্ষেপ করা  হয়েছে। এতে লঞ্চের ২ যাত্রীর হাত পুড়ে গেছে।

লঞ্চের কেরানি হুমায়ুন কবির জানান, পালরদী নদীর উপজেলার হোসনাবাদ স্টিমার ঘাট এলাকায় শুক্রবার রাতে অতিক্রমকালে কয়েক দুর্বৃত্ত নদীর পাড় থেকে ঢাকা-গৌরনদী রুটের মানসী লঞ্চে পেট্রোল বোমা হামলা চালায়।

এতে লঞ্চের ২ যাত্রীর হাত পুড়ে গেছে। এ ছাড়া লঞ্চের দোতলার ডেকের জানালার বড় একটি পর্দা পুড়ে যায়।

আগুন নেভানোর পর লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বলে বলে লঞ্চের কেরানি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ