• বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৬:৪৫ অপরাহ্ন |

হরতাল-অবরোধ প্রত্যাহারের আহবান এরশাদের

Arsadসিসি নিউজ: মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনের কথা চিন্তা করে হরতাল ও অবরোধের মত কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান  হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার বিকেলে এক বিবৃতিতে সাবেক এ রাষ্ট্রপতি ২০ দলীয় জোটের প্রতি এই আহ্বান জানান।
বিবৃতিতে এরশাদ বলেন,  ‘দেশের ১৫ লাখ পরীক্ষার্থীর পাশাপাশি- তাদের বাবা-মা, অভিভাবকরা এখন চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে অবস্থান করছে। এ ধরনের পরিস্থিতি সৃষ্টির মধ্যে কোনো সুস্থ রাজনীতির পরিচয় বহন করে না।’
এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের কেন্দ্রে যাওয়া-আসা এবং পরীক্ষা কেন্দ্র এলাকায় নিরাপদ পরিবেশ বজায় রাখতে দলের নেতাকর্মীদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনের নির্দেশ দেন এরশাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ