ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা এবং নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন বন্ধের দাবিতে’ ৪ ও ৫ ফেব্রুয়ারি দুই দিনের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল।
সোমবার সংগঠনের দফতর সম্পাদক মোঃ আবদুস সাত্তার পাটোয়ারীর পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ ঘোষণা দেন।
একইসঙ্গে দাবি মানা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগাতার ছাত্র ধর্মঘটেরও হুমকি দিয়েছে সংগঠনটি।