• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:৫৭ পূর্বাহ্ন |

সৈয়দপুরের সাংবাদিক এম আর মহসিন সম্মাননা পেলেন

Mohsin sobiসিসি নিউজ: স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কৃষি বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য সম্মাননা পেয়েছেন ভোরের ডাক’র সৈয়দপুর প্রতিনিধি ও সিসি নিউজ’র বার্তা সম্পাদক এম আর মহসিন।
ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও নতুন ধারা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৬৪ জেলাসহ দেশের একশ সাংবাদিকদের এই অ্যাওয়ার্ড দেয়।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিবিএ সম্মেলন কক্ষে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

অনুষ্ঠানে নতুন ধারা ফাউন্ডেশনের সভাপতি শিকদার রুস্তম আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আখতারুজ্জামান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সেকেন্দের আলী, মাই টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফায়সাল ও নতুন ধারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামীম আহমেদ। অনুষ্ঠানে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার ৬৪ জেলার ৬৪ জন প্রতিনিধি ও রাজধানীসহ অন্যান্য বিভাগের ৩৬ জন সাংবাদিককে অ্যাওয়ার্ড দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ