রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: বিয়ের প্রস্তুতির পাশাপাশি পূজা-অর্চনা চলছে। কিছুক্ষণ পর বর যাত্রীরা কনের বাড়িতে আসবে। ঠিক ওই সময় ওই বিয়ে বাড়িতে হঠাৎ পৌঁছে যায় একদল গণমাধ্যম কর্মী। সাংবাদিক আসার খবর পেয়ে বিয়ে বাড়ির চারদিকে তখন হুলস্থুল কারবার। বিয়ে বাড়িতে একদম সুনশান নিরবতা। এ ঘটনাটি ঘটেছে রাজারহাট উপজেলাধীন ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র চেতনা গ্রামে। ওই গ্রামের আনসার ব্যাটালিয়নে চাকুরিরত পরেশ চন্দ্রের কন্যা ও সিংগারডাবড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী প্রিয়াংকা (১৪) এর সঙ্গে একই ইউপি’র ভীমশর্মা এলাকার রবীন্দ্র নাথ ভীমের পুত্র মীরবাগ পলিটেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নয়ন (১৭) এর বিয়ের দিন ধার্য্য ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্কুল ছাত্রী প্রিয়াংকার সঙ্গে নয়নের দীর্ঘদিন ধরে প্রেম চলে আসছিল। এরই সূত্র ধরে রোববার সকালে দু’জনে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়ার সময় উভয় পরিবার তাদেরকে আটক করে বিয়ের প্রস্তুতি নেয়। এ বিষয়ে রাজারহাট উপজেলা শাখার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সা. সম্পাদক সহ. অধ্যাপক রবীন্দ্র নাথ কর্মকারের সঙ্গে কথা হলে তিনি বলেন, রোববার রাতেই সাংবাদিকদের ফোন পেয়ে বিষয়টি নিয়ে কনে পক্ষের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করার পরামর্শ দিয়েছি এবং বিয়েটি বন্ধ করে দেয়া হয়েছে।