বিনোদন ডেস্ক: জেনিফার লোপেজের ধামাকাদার পারফর্মেন্সের সাক্ষি থাকল বলিউডের সেলেবমহল৷ভারতের প্রখ্যাত বিলিওনেয়ার সঞ্জয় হিন্দুজার বিয়েতে হলো জে লো-র এই পারফর্মেন্স৷ সঙ্গে ছিলেন আর এক অভিনেত্রী নিকোল সোয়ারজেনেগার৷
সঞ্জয় ও ডিজাইনার অনু মহটানির বিয়েতে ছিল এই চোখ ধাঁধানো অনুষ্ঠান৷ বলিউডের বহু সেলেব আমন্ত্রিত ছিলেন এই আসরে৷ ছিলেন আন্তর্জাতিক অতিথিরা৷ আর এখানেই খাঁটি ভারতীয় পোশাক শাড়িতে দেখা গেল নিকোলকে৷ তবে বিয়ের অনুষ্ঠানের সব আলো কেড়ে নিলেন জেনিফার লোপেজ৷ টাইট বডি সুইটের জেলো মাতিয়ে দিলেন তার গানে৷
বিয়েতে উপস্থিত থাকা এক অতিথির টুইট থেকেই জানা যাচ্ছে সে কথা৷ টুইটে তিনি জানিয়েছেন তার ‘অসাম’ পারফর্মেন্সের কথা৷ একই কথা জানা যায় বিয়েতে উপস্থিত শিল্পা শেঠির টুইট থেকেও৷অনুষ্ঠান শেষে সেলফিও তোলেন জেলো৷
অর্জুন কাপুর, রণবীর সিংয়ের মতো বলি সেলেবরা পারফর্ম করেন নিকোলের সঙ্গে৷ – সংবাদ সংস্থা