• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন |

হাবিপ্রবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

Haziদিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের উদ্যোগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রয়ারী) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআরটি সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবু হাসান’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পোষ্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম রায়।
পিএইচডি গবেষক ইউরেকা সুলতানার গবেষণা কর্মে তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আবু হাসান ও কো-সুপারভাইজার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শ্রীপতি সিকদার।
পিএইচডি সেমিনারে গবেষক ইউরেকা সুলতানা তার গবেষণা কার্যক্রম এবং এর ফলাফল বিষয়ে উপস্থিত অতিথিদের সামনে প্রতিবেদন তুলে ধরেন এবং উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ