পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামে ১১টি বাড়ি পুড়ে গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই গ্রামের তসলিমের বাড়ির রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ১১টি পরিবারের ঘরবাড়ি ও মালামাল সর্ম্পূণ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ জানান, বিকেলে ওই গ্রামের শহিদুল ইসলামের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে গ্রামের ১১টি পরিবারের ঘরবাড়ি ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্দুল মালেক ১১টি পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।