লালমনিরহাট প্রতিনিধি: বিএনপিসহ ২০ দলের হরতাল অবরোধ আর নৈরাজ্যের মধ্য দিয়ে দেশেকে অকার্যকর করার প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় আ‘লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে জেলার হাতীবান্ধা আ‘লীগের দলীয় কার্যলায় থেকে সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মোতাহার হোসেন এম,পির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছল বের হয়। এতে আ‘লীগ ও অংঙ্গ সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে স্থানীয় আমতলাবাজারে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মোতাহার হোসেন এম,পি, উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, আ“লীগ নেতা অধ্যক্ষ সরওয়ার হায়াত খাঁন, উপজেলা আ‘লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান ভেলু, সা. সম্পাদক মাহমুদুল হাসান সোহগ, হাসান মেহেদি অপন, তোছাদ্দেক আলম খাঁন রুবেল, মহিলা লীগের নেত্রী রশিদা বেগম, ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান মামুন, যুবলীগ সভাপতি হামিদুল ইসলাম প্রমুখ।
এদিকে পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম নাজুর নেতৃত্বে দলীয় কার্যালয় হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় চৌরঙ্গীমোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রুহুল আমীন বাবুল, পৌর মেয়র শমসের আলী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী আসাদুজ্জান আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকতারুল ইসলাম সুমন, পৌরছাত্রলীগের সভাপতি দেবাশীষ কুমার রায় প্রমূখ।