• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:১০ পূর্বাহ্ন |

কামারুজ্জামানের সঙ্গে দেখা করছেন আইনজীবীরা

Kamruঢাকা: মাববতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন তার আইজনজীবীরা।

শনিবার সকাল সোয়া ১০টায় অ্যাডভোকেট অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে পাঁচজন আইনজীবী জেলেগেটে পৌঁছান। ১০টা ২০ মিনিটে তারা কারাগারের ভেতরে প্রবেশ করেন।

অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মশিউল আলম, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে যাবেন কি না জানতে চাইলে আইনজীবী শিশির মোহাম্মাদ মনির বলেন, ‘তার পরিবারের সঙ্গে এ বিষয়ে এখনো যোগাযোগ করতে পারিনি। তাই তারা দেখা করতে যাচ্ছে কি না সে বিষয়ে কিছু বলতে পারছি না।’

উল্লেখ্য, গত বুধবার কামারুজ্জামানের ৫৭৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।  গত বৃহস্পতিবার  ট্রাইব্যুনাল কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করেন।

গত বছরের ৩ নভ্ম্বের একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।

মুক্তিযুদ্ধের সময় হত্যা-নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করে গত বছর ৯ মে  কামারুজ্জামানের মৃত্যুদণ্ড ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ