সিসি নিউজ: নীলফামারী জেলার সৈয়দপুরে যৌতুকের কারনে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার রাতে উপজেলার উত্তর সোনাখুলী গ্রাম থেকে পুলিশ ওই গৃহবধুর লাশ উদ্ধার করে। তবে পুলিশ আসার আগেই জিয়াউর রহমান বাড়ির গরু ছাগল ও আসবাবপত্র নিয়ে গা ঢাকা দেয় বলে এলাকাবাসী জানায়।
মামলা সুত্র মতে ওই উপজেলার কয়াগোলাহাট দক্ষিণপাড়া এলাকার মৃত হাসান আলীর মেয়ে হাসিনার সাথে প্রায় দুই বছর আগে বিয়ে হয় উত্তর সোনাখুলী নজমপাড়ার বদরুর ছেলে জিয়াউর রহমানের। বিয়ের পর থেকেই যৌতুকের ৫০ হাজার টাকার জন্য হাসিনাকে অত্যাচার করতো স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজন।
রবিবার দুপুরে স্ত্রী হাসিনাকে বেধরক মারপিট করলে হাসিনা মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহেমুখে বিষ ঢেলে দেয়। পুলিশ আসার আগেই স্বামী সহ শ্বশুড়বাড়ির লোকজন আগেই ঘরের আসবাবপত্র, গরু-ছাগল নিয়ে গা ঢাকা দেয়। রাতে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ রাতে হাসিনার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ ইসমাঈল হোসেন জানান, লাশ উদ্ধার করে সোমবার জেলার মর্গে লাশের ময়না তদন্ত করা হয়।