সিসি ডেস্ক: মানুষ তার জীবনে কোন না কোন সময় হয়তো কল্পনা করে, যদি কোন গুপ্তধন পেতাম! কিংবা, আহা- যদি আমার ওপর বৃষ্টি হয়ে ঝরে পড়তো টাকা! সেটা বোধ হয় সংযুক্ত আরব আমিরাতেই সম্ভব! কারণ, গত ১১ই ফেব্রুয়ারি দুবাইয়ের ব্যস্ত এক সড়কে বিস্ময়করভাবে অজ্ঞাত কোন উৎস থেকে মানুষের ওপর যেন হাজার হাজার ব্যাংকনোট বর্ষণ হতে শুরু করলো। ঝড়ো সেই দুপুরে অনেকটা সিনেমার কোন দৃশ্যের মতোই এদিক-ওদিক ছড়িয়ে পড়তে থাকে টাকা। আর গাড়ি থামিয়ে যে যেভাবে পারেন, তা সংগ্রহ করতে থাকেন। বৃটেনভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম ডেইলি মেইল ধারণা করছে, ৫ লাখ পাউন্ড বা অর্ধ-মিলিয়ন পাউন্ড সমপরিমাণ নোট বর্ষণ হয়েছিল দুবাইয়ের রাস্তায়। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এ ঘটনাটি ঘটেছে ২ সপ্তাহেরও বেশি আগে। ব্যস্ত সড়কে দমকা হাওয়ায় ৫০০ দিরহামের বহু নোট উড়ে এদিক-ওদিক ছড়িয়ে পড়ে। বাতাসে টাকা উড়তে দেখে যানবাহনের চাকাও যায় থেমে। কেউ কেউ গাড়ি থামিয়ে যেভাবে পারেন, দ্রুত রাস্তায় পড়ে থাকা টাকা কুড়াতে শুরু করে দেন। অবিশ্বাস্য এ দৃশ্য অনেকেই তাদের মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করে রাখেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিওতো রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে।
তবে বর্ষিত ওই টাকার উৎস সম্পর্কে কর্মকর্তারা এখনও কোন কিছু নিশ্চিত করতে পারেননি। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, দুই ব্যাংক কর্মচারী ওই পরিমাণ টাকা নিয়ে একটি এটিএম বুথে যাচ্ছিলেন। সে সময় বালুঝড়ের কবলে পড়েন তারা। আর সে কারণেই টাকার এ বর্ষণ। তবে বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।