• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:১২ পূর্বাহ্ন |

কিশোরগঞ্জে স্মৃতি সৌধ ভিত্তিপ্রস্তর স্থাপন

News Pixকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : ৭১ এর স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা স্মরনে স্মৃতি সৌধ নিমার্নের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গদা সড়কের মোড়ে পারিবারিক জায়গায় এটির ভিত্তি স্থাপন করেন সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব) এ এ মারুফ সাকলান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এছরারুল হক, সাধারন সম্পাদক জাকীর হোসেন বাবুল, বাহাগিলী ইউনিয়ন আ’লীগ সভাপতি এনদাদুল হক, নিতাই ইউনিয়ন সভাপতি ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি রশিদুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক গোলাম রব্বানী চেীধুরী বিপুল, ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ বারী (পাইলট), ছাত্রলীগ সা: সম্পাদক রবিউল ইসলাম বাবু ও স্থপতি খায়রুজ্জামান বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সাবেক এমপি কর্ণেল (অব) এ এ মারুফ সাকলান জানান উপজেলার বাজে ডুমড়িয়া গ্রামের মরহুম ডঃ আইনুদ্দিনের পুত্র ও তার ছোটভাইকে স্বাধীনতা যুদ্ধের সময় পাক সেনারা আটক করে গুলি করে হত্যা করেছিল। তার স্মরনে পারিবারিকভাবে স্মৃতিসৌধ নির্মানের জন্য ৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ