• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:২৭ পূর্বাহ্ন |

নীলফামারীতে সীমান্তবাসীদের সাথে বিজিবির মতবিনিময়

Nilphamari Picসিসি নিউজ: নীলফামারীতে সীমান্ত আইন সর্ম্পকে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সীমান্তবাসীদের নিয়ে মতবিনিময় করেছে বাংলাদেশ বর্ডার গার্ড।
মঙ্গলবার সন্ধ্যায় ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ান রংপুর সেক্টরের আয়োজনে জেলার ডিমলা উপজেলার টেপাখড়ীবাড়ি ইউনিয়নের ঝটুখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ভারতীয় সীমান্তবর্তী ডিমলা উপজেলার টেপাখড়ী বাড়ি, খগাখড়ী বাড়ি ও পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধিসহ ইউনিয়ন তিনটির বাসিন্দারা অংশ গ্রহণ করেন।
টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭বর্ডার গার্ড ব্যাটালিয়নের রংপুর সেক্টরের উপ-অধিনায়ক মেজর নাঈম মোহাম্মদ সালাউদ্দিন।
এ সময় বক্তব্য রাখেন খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, থানার হাট বিজিবি কোম্পানি কমান্ডার হাফিজ উদ্দিন, নবীনগর বিজিবি কোম্পানি কমান্ডার আব্দুল কাদের ভ্ইুয়া, বার্নিরঘাট ক্যাম্প কমান্ডার হাবিলদার মিজানুর রহমান ও নায়েক সুবেদার কামরুজ্জামান।
মতবিনিময় সভায় সীমান্ত আইন সর্ম্পকে সীমান্তবর্তী বাসীদের বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ প্রদানসহ আইন সর্ম্পকে সচেতনতা করা হয়। এছাড়াও সীমান্ত এলাকায় আইন শৃংখলা বজায় রাখতে বিজিবিকে সহযোগীতা করার জন্য স্থানীয় জনগণকে আহবান জানান বক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ