• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:৩১ পূর্বাহ্ন |

রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল

Hortalসিসি নিউজ: অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি আবারও ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আগামী রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।

শনিবার বিকেলে জোটের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ হরতালের ডাক দিয়েছেন।

চলমান অবরোধের সঙ্গে হরতাল শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সব দলের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা।

বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি, দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের হাতে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গুম, খুন, অপহরণ বন্ধ, গণগ্রেফতারের প্রতিবাদ, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি; বিচারব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণের প্রতিবাদ, সাংবাদিক নির্যাতন ও সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বন্ধ, ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের মুক্তি এবং গণদাবি মেনে নেওয়ার দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ