• বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৫:৪৯ অপরাহ্ন |

পুরুষ দিবস থাকলে নারী দিবস মেনে নিতাম

amjnn7u41||কনকচাঁপা || মেনেই নিতে পারিনা। আবার তৃণমূল পর্যায়ের অসহায় নারীদের কথা ভেবে মেনে নেই। যদি পুরুষ দিবস থাকতো তাহলে নারী দিবস মেনে নিতাম। কারণ আমার জানামতে পুরুষদেরও অনেক অসুবিধা আছে…। তারাও সেই অসুবিধাগুলো কাউকে না বলতে পেরে সমস্যাগুলোর সাথেই বাস করে। অসহায় পুরুষদেরও একটা দিবস দরকার। একটা দিবস নারীর একটা দিবস পুরুষের বাকি দিন মানুষের। হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা…

কথা সেটা না…কথা হলো নারী দিবসে নারীসকল বেগুনী রঙের জামা পরবেন…এতে নাকি একাত্বতা প্রকাশ! এভাবে সমাজ সংস্কার! যে সমাজে বিয়ে না করতে পেরে অসভ্য পুরুষ নারীর মুখ বিভৎস করে দেয় এসিড দিয়ে! সে সমাজে রঙের সংহতি দিয়ে নারী দিবস পালন? জাতীয় দৈনিকে আবার সে পোশাকের সঙ্গে কেমন চুল কেমন ব্লাউজ কেমন পালাজ্জো হবে তার উপর প্রতিবেদন! আমাদের দেশে কয়জন নারী এই দিবস পালন করতে একটা শাড়ি ব্লাউজ পেটিকোট দুল মালা চুড়ি ম্যাচ করে পরতে পারবেন? সুতি শাড়িও যদি হয় তারপরও সব মিলে ১২০০ টাকার ধাক্কা!
শাড়ি… ৫০০
ব্লাউজ… ১০০
পেটিকোট… ১০০
দুল…২০০
চুড়ি…১০০
স্যান্ডেল… ২০০…..আল্লাহ…এগুলো কোনো কথা হলো? তার উপর আছে নতুন অত্যাচার ফুলের মুকুট… গালে ছবি আঁকা…বের হলে রেস্টুরেন্টে খাওয়া নিদেনপক্ষে চটপটি ফুচকা…এই যে বাড়তি খরচ…এগুলোর ধাক্কা সামলাতেই পুরুষ মানুষ ঘুষ খায়!!!

এই হলো নারী দিবস? নারীরা সহজভাবে স্বচ্ছভাবে মানুষ হিসেবে পরিচিত হবে কবে? এই দিবসে সে আজ বেগুনী নারী হয়ে আহ্লাদে আটখানা হয়ে উঠবে…

হে বীর্যবান পুরুষ ..জেনে রাখুন এই পৃথিবীকে প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে দিতে পারি এই আমরাই! এবং আপনি একজন মা এর সন্তান!

হে আল্লাহ… আমাদের মানসিক মূল্যবোধ কবে আরো গভীর হবে? সূত্র: ফেইসবুক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ