সিসি নিউজ : ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান সৈয়দপুর এয়ারপোর্টে অবতরণের পর টার্নিং নেয়ার সময় রানওয়ে থেকে বাইরে যাওয়ায় মাটিতে চাকা দেবে গেছে। এতে বিমানবন্দরে বিমান উঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে বিমানটির ৪৫ জন যাত্রীই নিরাপদে আছেন।
সূত্রমতে, শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ইউএস বাংলার বিমানটি সকাল ৮টার দিকে এয়ারপোর্টে অবতরণ করে উত্তর প্রান্তে টার্নিং নেয়ার সময় এ ঘটনা ঘটে।
ইউএস বাংলা এয়ারলাইন্সের সৈয়দপুর বিমানবন্দরের ইনচার্জ রাকিব মোস্তাকিম সিসি নিউজকে বলেন, এ ঘটনার পর ঢাকা থেকে হেলিকপ্টারে করে ২ জন প্রকৌশলীকে সৈয়দপুর আনা হয়েছে। এখন সেনাবাহিনী ও বিমানবন্দর ফায়ার ব্রিগেডের সহায়তায় উদ্ধার ও মেরামত কাজ চলছে।