ফাইল ফটো
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার তীরনই নদীতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে বাড়ির পাশে তীরনই নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় তারা। পরে এক ঘণ্টা পর স্থানীয়রা নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
তারা হলো, উপজেলার চাড়োল ইউনিয়নের সাহাতপুর গ্রামের পজির উদ্দিনের মেয়ে লিমা আক্তার (১৪) ও একই গ্রামের নইমুদ্দিনের মেয়ে তাজমিনা আক্তার (১৪)। এরা দুজন মধুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।