সিসি নিউজ: ডলার প্রতারক চক্রের দুই সদস্য কে আটক করেছে নীলফামারী র্যাব ১৩ । বৃহস্পতিবার রাতে নীলফামারী শহরের সদর আধুনিক হাসপাতাল চত্বরের প্রধান গেটে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১১ হাজার টাকা মূল্যের ৬২ টি ইউএস ডলার উদ্ধার করে। আটককৃত অবৈধ ডলার ব্যবসায়ীরা হলো দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (৩২) ও নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়নের ঢোপাডাঙ্গা বাগানবাড়ি গ্রামের শাহ আলমের ছেলে আজহার আলী(৩০)। এ ঘটনায় র্যাবের পক্ষে শুক্রবার একটি মামলা সহ আটককৃতদের নীলফামারী থানায় তুলে দেয়া হয়। নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা জানান আদালতের মাধ্যমে আটককৃতদের কারাহারে পাঠানো হয়েছে।
র্যাব-১৩ এর অধীনস্থ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ এর নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন জানান আটককৃত অবৈধ ডলার ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন যাবত কৌশলে কর ফাঁকি দিয়া বৈদেশিক ডলার/মুদ্রা অবৈধ ভাবে বাংলাদেশে আনয়ন করে ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।