চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় এই এলাকার শিক্ষার্থীরা চরম সংকটে পড়েছেন। গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্রে ২৪.৪৪ সে.মি. উপর পানি প্রবাহিত হচ্ছে । উদ্ভুত পরিস্থিতিতে উপজেলার ব্যাপারী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মনতোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাত্রখাতা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঢুষমারা সরকারী প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়সহ ৪৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিন খাউরিয়া উচ্চ বিদ্যালয়, পাত্রখাতা রিয়াজুল দাখিল মাদ্রাসা, কাচকোল খামার দাখিল মাদ্রাসা, পাঁচগ্রাম এম হক মহিলা মাদ্রাসা, ফকিরেরহাট সিনিয়র আলিম মাদ্রাসাসহ ৭টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা বন্ধ দেয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো নজরুল ইসলাম জানান কিছু প্রতিষ্ঠানে পানি উঠার কারনে আবার কিছু প্রতিষ্ঠানে বানভাসী মানুষ আশ্রয় নেয়া ফলে এইসহ প্রতিষ্ঠান বন্যাকালীন সময় বন্ধ থাকবে।