SAMSUNG CAMERA PICTURES
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের পাষন্ড পুত্র সম্পত্তির লোভে তার পিতাকে অপহরণ করে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
দিনাজপুর কোতয়ালী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলায় ফাজিলপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের বাসিন্দা কছিম উদ্দিনকে তার পুত্র সাদিকুল ইসলাম সম্পত্তির লোভে গত ৩ সেপ্টেম্বর রাতে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে। এ সংবাদ পেয়ে কছিম উদ্দিনের স্ত্রী বিউটি বেগম কোতয়ালী থানায় অভিযোগ করলে এসআই মোকলেছুর রহমান সাদিকুলকে মোবাইলে চাপ দিলে ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে কছিম উদ্দিনকে উদ্ধার করা হয়। কছিম উদ্দিন তার পুত্রকে বাড়ী করার জমি প্রদান করলেও তার পুত্র আরো জায়গা দখল করে রাখে। এ ব্যাপারে কছিম উদ্দিন আদালতে মামলা দায়ের করে এবং পাওনা ২০ হাজার টাকার জন্য কোতয়ালী থানায় অভিযোগ করলে তার পুত্র সাদিকুল ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার রাতে কছিম উদ্দিনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তার পুত্র সাদিকুল, মোঃ আফাজ উদ্দিনসহ আরো কয়েকজন তাকে শারীরিকভাবে নির্যাতন করে। এছাড়া সাদিকুল ও তার বাহিনী কছিম উদ্দিনের বাড়ী ঘর ভাংচুর ও মালামাল লুটপাট করে। এছাড়া সাদিকুল তার পিতাকে প্রাণে মারার হুমকি প্রদান করে আসছে।