দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে মৌলিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ভূমিকম্পে সাড়াপ্রদানে দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়, এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
রোববার (৬ সেপ্টেম্বর) বালুবাড়ীস্থ পল্লীশ্রী মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, ভুমিকম্পের আগাম তথ্য জানা সম্ভব নয়, তবে সচেতনতা অবলম্বন করলে ভুমিকম্পের পর এর ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। তিনি বলেন, প্রয়োজনের তাগিদেই আমাদের আচরনের পরিবর্তন ঘটাতে হবে। শুধু নিজে ভাল থাকলেই হবে আমাদের আশপাশের পরিবেশকেও ভাল রাখতে হবে। সবাইকে দায়িত্ব সচেতন হতে হবে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নর্দান রিজিওনাল ফিল্ড ডিরেক্টর ডা. গ্লোরিয়াস গ্রেগরী দাস’র সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এডিপির স্বাস্থ্য বিষয়ক প্রকল্পের কর্মকর্তা এন্টিনা দাসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কো-অর্ডিনেটর বলরাম তরফদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হেসেন, জিএসআই, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক নিতাই চন্দ্র দে সরকার। অনুষ্ঠানে জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা মো. হাম্মাদুল বাকী, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যজিস্ট্রেট আক্তার হোসেন শাহীন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিশেষজ্ঞ মো. আব্দুল বারেকসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিরেন।
৫ দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০ জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন।