• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:৫৭ পূর্বাহ্ন |

সৈয়দপুরে পাওয়া ১৮-২০ বছরের ছেলেটি কার ?

saidpur,30-09-2015সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ১৮/২০ বছরের একটি ছেলে পাওয়া গেছে। গত ২৩ সেপ্টেম্বর সকালে সৈয়দপুর উপজেলার ৩ নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের চৌহমুনী  – লক্ষণপুর- লালদীঘি সড়কের লক্ষণপুর শরেয়ারতলায় ওই ছেলেটিকে পাওয়া যায়। বর্তমানে সে ওই এলাকার রিক্সাভ্যান চালক মো. সাইফুল ইসলামের বাড়িতে অবস্থান করছে। ছেলেটি তাঁর বাড়িতে বাবা-মায়ের কাছে ফিরে যেতে ব্যাকুল হয়ে উঠেছে। কিন্তু তাঁর বাড়ির সঠিক ঠিকানা বলতে না পারায় তাকে বাবা-মায়ের কাছে পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আশ্রয়দাতা সাইফুল ইসলাম ছেলেটিকে নিয়ে চরম বিপাকে পড়েছেন। কি করবেন তাও ভেবেচিন্তে কুল কিনারা পাচ্ছে না। বিষয়টি সৈয়দপুর থানা পুলিশকেও অবগত করা হয়েছে।
ছেলেটিকে আশ্রয়দাতা সাইফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো গত বুধবারও (২৩ সেপ্টেম্বর) তিনি ফজরের নামাজ আদায় শেষে প্রাতঃভ্রমনে বের হন। এ সময় তিনি বাড়ির অদুরে লক্ষণপুর শরেয়ারতলা নামক স্থানে পৌঁছলে আনুমানিক ১৮/২০ বছর বয়সী এক ছেলেকে চৌহমুনী- লক্ষণপুর- লালদীঘি সড়কের ওপর শুয়ে থাকতে দেখেন।  এ সময় ছেলেটির পরণে চ্যানেল ২৪ লেখা একটি গেঞ্জি ও চেকের লুঙ্গী এবং তাঁর হাতে ও গলায় তাবিজ ঝুলানো ছিলো। তিনি (সাইফুল) ছেলেটির কাছে গিয়ে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় ছেলেটি অস্পষ্টভাবে কথা বলছিল এবং শারীরিক দূর্বলতার কারণে ঠিকভাবে দাঁড়াতেও পারছিলেন না। এ অবস্থায় রিক্স্যাভান চালক সাইফুল ইসলাম দীর্ঘ সময় ধরে ছেলেটির কাছে বসে তাকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ির ঠিকানা ও বাবা-মায়ের নাম জানার অনেক চেষ্টাতদবির করেন। কিন্তু ছেলেটি তার বাড়ি ঠিকানা ও বাবা-মায়ের নাম জানাতে ব্যর্থ হয়। পরে নিরূপায় হয়ে সাইফুল সড়কে পাওয়া ফর্সা ও সুন্দর চেহারার অধিকারী ছেলেটি নিজ বাড়িতে নিয়ে আসেন। এর পর থেকে ছেলেটি ওই রিক্স্যাভান চালকের বাড়াইশালপাড়ায় (ডাঙ্গাপাড়া) বাড়িতে অবস্থান করছেন। এরই মধ্যে সাইফুল ওই ছেলেটিকে তাঁর বাবা- মায়ের হাতে তুলে দিতে নানা জায়গায় দৌঁড়ঝাপ অব্যাহত রেখেছেন। ধর্ণা দিচ্ছে সাংবাদিক ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন জনের কাছে। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত ছেলেটির বাড়ির  ঠিকানা কিংবা বাবা-মায়ের পরিচয় মিলেনি।
গতকাল (বুধবার) সকালে সাইফুলের বাড়িতে গিয়ে ছেলেটির সঙ্গে কথা বলার চেষ্টা করেন এ প্রতিনিধি। এ সময় ছেলেটি আধো আধো কন্ঠে নিজের নাম সুমন, বাবার নাম মারুফ, মায়ের নাম শেফালী এবং বাড়ি কালীগঞ্জে বলে জানান। বাড়িতে তাঁর ভাই বোনও রয়েছে। কিন্তু ভাই-বোনের সংখ্যার ব্যাপারে একেক সময় একেক রকম কথা বলছেন। সে বার বার শুধুমাত্র বাড়ি যাব, বাড়ি যাব বলে আর্তনাদ করছেন।
সাইফুল ইসলাম আরো জানান, আমারও ঘরে স্ত্রী ও  ৪ ছেলেমেয়ে রয়েছে। একজন বাবা হয়ে এমন এক ঠিকানাবিহীন ছেলেকে কীভাবে ছেড়ে দেয় ?  গত কয়েকদিন ছেলেটির প্রতি অনেক মায়া-মমতাও জন্মেছে। তাঁর বাবা-মাও ছেলেটিকে হারিয়ে হয়তো আর্তনাদ করছেন। তাই ছেলেটিকে তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক  চেষ্টা ও দৌঁড়ঝাঁপ করছি। কিন্তু সে ঠিকভাবে বাড়ির ঠিকানা বলতে না পারায় তা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ছেলেটি কোনক্রমেই তাকে ছাড়ছেন না। সারাক্ষণ  শুধু তাঁর পিঁছু পিঁছু থাকছেন। রাতেও তিনি নিজের বিছানা ছেলেটিকে পাশে রাখছেন। স্পষ্টভাবে কথা বলতে না পারায় ছেলেটি অনেক সময় বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করে নষ্ট করছেন। বাধ্য হয়ে আবার আমাকেই সে সব পরিস্কার -পরিচ্ছন্ন করতে হচ্ছে। তিনি ছেলেটিকে তাঁর পরিবারের কাছে তুলে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাইফুল ইসলাম ছেলেটির পরিবার কিংবা আত্মীয়-স্বজনদের ০১৯২৯-৮৫৮৮১৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ