সিসি নিউজ: রংপুর মেডিকেলে একই সাথে ৪ সন্তানের জন্ম দিলেন এক মা। গতকাল বেলা সাড়ে ১২ টায় তিন পুত্রসন্তান এবং এক কন্যা সন্তানের জন্ম দেন ওই মা।
বর্তমানে মা ও ৪ শিশু সন্তানেই সুস্থ্য আছেন বলে কর্তব্যরত নার্সরা জানিয়েছেন।
সূত্র জানায়, ৪ সন্তানের জন্মদাতা রমনী হাফিজা হলেন রংপুর পাগলাপীরের মহেশপুর গ্রামের হাবিবুর রহমান হবির স্ত্রী। সিজারের মাধ্যমে হওয়া ওই ৪ শিশু সন্তানকে অক্সিজেন দিয়ে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
এ ঘটনায় রংপুর মেডিকেলের শিশু বিভাগসহ শিশুর পরিবারে আনন্দের বন্যা বয়ে চলছে।