• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:৩১ পূর্বাহ্ন |

সৈয়দপুরে অটোরিক্সার ধাক্কায় স্কুল ছাত্র নিহত: অটোরিক্সা ভাংচুর

সড়ক দুর্ঘটনাসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে হাতিখানায় রাস্তাপাড়াপারের সময় অটোরিক্সার ধাক্কায় রুহিত (৮) নামের এক ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে।
শুক্রবার সাড়ে ৫টার দিকে পৌর শহরের হাতিখানা বিহারী ক্যাম্প সংলগ্ন ক্যান্টনমেন্ট-বিমানবন্দর সড়কে এই ঘটনা ঘটে। শিশু রুহিত একই শহরের হাতিখানা বিহারী ক্যাম্পের সিরাজুল ইসলামের ছেলে ও রাজাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে শহরের হাতিখানা বিহারী ক্যাম্প সংলগ্ন ফাইভ স্টার মাঠ খেলা শেষে বাড়ি ফেরার পথে ওই এলাকার ক্যান্টনমেন্ট-বিমানবন্দর সড়ক পারাপারের সময় বিপরীত থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিক্সা শিশু রুহিতকে ধাক্কা দেয়। এতে সে সড়কেই লুটিয়ে পড়ে। স্থানীয়রা ঘাতক অটোরিক্সাটি আটক করতে না পারলেও শিশু রুহিতকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

এদিকে সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা এ ঘটনার বিচার দাবী করে ওই সড়কে চলাচলকারী শতাধিক অটোরিক্সা আটকে দেয় এবং শহরের পাঁচমাথা মোড় থেকে সিনেমা রোড পর্যন্ত ১৪/১৫ টি অটোরিক্সা ভাংচুর করেছে।

তবে সন্ধ্যা পনে সাতটা পর্যন্ত নিহত শিশু রুহিতের পরিবারের পক্ষ থেকে কোন লেখিত অভিযোগ দায়ের করা হয়নি। লেখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ