• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শো-ডাউন নীলফামারীতে পদোন্নতির দাবিতে শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের মানববন্ধন প্রশাসন যেন কোন রাজনৈতিক দলের কাছে নতিস্বীকার না করে- ভিপি নুর “বিএনপির জন্মই হয়েছে সংস্কার করার জন্য”- ডা. জাহিদ হোসেন চিলমারীতে খালের পানিতে ডুবে শিশু ইয়াছিনের মৃত্যু  সৈয়দপুরে ইয়াং টাইগার একাডেমি কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগতমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খানসামায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ

রাশিয়ায় পশ্চিমাদের অবরোধের মেয়াদ বাড়লো

New Rose Cafe, Saidpur

Russia1448161553আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমাদের অর্থনৈতিক অবরোধের মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে। আগামী জানুয়ারিতে এই অবরোধের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা কুটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

ওই কুটনীতিক জানান, চলতি মাসে তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার ওপর আরোপিত অবরোধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন আরোপিত এই অবরোধের মেয়াদ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে। জি-২০ সম্মেলনের শেষ দিনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াস বৈঠক করেন। ওই বৈঠকেই রাশিয়ার ওপর অবরোধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই কুটনীতিক জানান, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে মিনস্কে যে শান্তি চুক্তি হয়েছিল তা পুরোপুরি বাস্তবায়ন করেনি রাশিয়া। শিগগিরই ইউক্রেনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে রাশিয়ার ওপর চাপ বাড়ানো জরুরি বলে মনে করেছেন পশ্চিমা বিশ্ব নেতারা। আর এ কারণে অবরোধের মেয়াদ বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ‘আমরা যা চাই তা কেবল এই অবরোধ কার্ডটি খেলার মাধ্যমে পাওয়া সম্ভব। তিক্ততা শেষ না হওয়ার আগ পর্যন্ত অর্থনৈতিক অবরোধ বহাল রাখা প্রয়োজন।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ