বিশেষ প্রতিনিধি: ভারতীয় নাগরিকত্ব বজায় রাখার সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীদের স্থায়ীভাবে ভারত গমনের জন্য আজ রোববার ( ২২ নভেম্বর) ১ম দফায় ১৩টি পরিবারের ৪৮ জন ভারতে প্রবেশ করলো। নীলফামারীর চিলাহাটি সীমান্ত দিয়ে ১৩টি পরিবারের ৪৮জন সদস্য চিলাহাটি-হলদিবাড়ী চেকপোষ্টের মাধ্যমে বিলুপ্ত ছিটমহলের ভারতীয় নাগরিকত্ব গ্রহনকারী ৯৯টি পরিবারের মধ্যে ১ম দফায় আজ রোববার সকাল ১১টায় ১৩ টি পরিবারের ৪৮জন সদস্য ভারত প্রবেশ করেছে। সীমান্তের ওপারে ভারতীয় কতৃপক্ষ রঞ্জন সাহা,এসডিএম বকুচবিহার ও সহকারী মেজিষ্ট্রেট আয়শা রাজীসহ অনেকেই বিলুপ্ত ছিটমহলবাসীদের বরণ করার জন্য অধীর আগ্রহে বিশাল সবুজ প্যান্ডেল পাশেই দাড়িয়ে থাকতে দেখা গেছে। পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার ভারতী,নাজিরগঞ্জ, বেহুলাডাংগা, কাজল দিঘী, নাটটকা ও ভাজনী ৬টি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা ভারতীয় নাগরিকত্ব পেয়ে ভারতে প্রবেশ করলো । এ সময় নাজিরগঞ্জ ছিট মহলের হরিদাশ রায় (৫), উর্মি (৪), প্রিয়াংকা (৭), বনানী (০৩), পরি (১৩), আদেল (১৬), অনিতা (১৫) , নিপা (৩৫) এবং নাটকচলা ছিট মহলের মিশুক চন্দ্র দাস, (১০) ও রবীন্দ্র চন্দ্র দাস (১৫) সহ মোট ৪৮ জন ভারতে প্রবেশ করে। ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায়, তাদের প্রতিটি পরিবারের জন্য ১টি রান্না ঘর, ২ টি থাকার ঘর ,গোসল খানা পায়খানা সহ সব ধরনের সুযোগসুবিধা রাখা হয়েছে। একবছর তাদের খাওয়া দাওয়া দায়ভার ভারত সরকার নিয়েছে বলেও জানা গেছে। ভারত-বাংলাদশ ছিটমহল বিনিময় কমিটির সভাপতি জয় প্রসাদ রায় বলেন, আজ আমরা ৬৮ বছরের বন্দি দশা থেকে মুক্তি লাভ করে ভারতবাসী হতে চলেছি। আমরা ভারতে প্রবেশ করেই হলদিবাড়ী ক্যাম্পে অবস্থান করবো। এ মাসেই চিলাহাটি-হলদিবাড়ী ৪ দফায় এ সীমান্ত দিয়ে ৪৮৭ জনের ভারত গমনের দিন নির্ধারন করা হয়েছে। আর এ জন্য বাংলাদেশ সরকারের পক্ষে তাদের সুষ্ঠভাবে ভারতের সীমান্ত অতিক্রম করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ইতি মধ্যেই। নীলফামারীর ডোমার উপজেলার ভোগভাবুড়ী ইউনিয়নের চিলাহাটি থেকে ভারতদের হলদিবাড়ী পর্যন্ত একটি মাটির রাস্তা তৈরি করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আজ রোববার এসময় বাংলাদেশ প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন হুমায়ুন হাবিব, কাষ্টম সহকারী কমিশনার . উপজেলা নিবার্হী অফিসার সাবিহা সুলতানা ,ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বোদা উপজেলাা নির্বাহী অফিসার আব্দুল আউয়াল, ৫৬ বিজিবি,ঠাকুরগাঁওয়ের লেফন্যান্ট কর্ণেল জিএম সারোয়ার প্রমুখ।