• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন |

দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের আনন্দ মিছিল

New Rose Cafe, Saidpur

Moktijoddha Micil Pictureদিনাজপুর প্রতিনিধি : জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীন কাদের চৌধুরীর ফাঁসির দন্ড কার্যকর হওয়ায় দিনাজপুরে আনন্দ মিছিল করেছে মুক্তিযোদ্ধারা।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তি যোদ্ধা সিদ্দিক গজনবীর নেতৃত্বে স্টেশন রোডস্থ মুক্তিযোদ্ধা সংসদের পুরাতন কার্যালয় হতে এক বিশাল আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড় ময়দানস্থ দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিলের পূর্বে অফিস প্রাঙ্গণে ও মিছিল কলাকালিন সময়ে লিলির মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিদ্দিক গজনবী, দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম, ডেপুটি কমান্ডার মো. আব্দুল জলিল, মো. সাইদুর রহমান প্রমূখ।
মিছিলে দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. আব্দুল জলিল, মো. সাইদুর রহমান, সহ-কমান্ডার মো. হবিবর রহমান, মো. রেজাউল করিম ঝনু, মো. আকবর আলী, মো. আমজাদ হোসেন, মো. আনিসুর রহমান, অজয় কুমার রায়, জিতেন দাস, মো. আব্দুল ওয়াহেদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. লোকমান হাকিমসহ বিভিন্ন উপজেলা হতে আগত মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।
দুই যুদ্ধপরাধীর ফাঁসির দন্ড কার্যকর করায় নেতৃবৃন্দ সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি অন্যান্য যুদ্ধাপরাধীর বিচারের রায় দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি আহবান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ