সিসি নিউজ: উড়োচিঠি দিয়ে রংপুরে অবস্থিত ১০টি খ্রিস্টান মিশনের প্রধানদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় রংপুর শহরের বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ সংঘে ওই উড়োচিঠি পাঠানো হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে সেখানে তোলপাড় চলছে।
মিশনের প্রধান ধর্মযাজক বার্নাবাস জানান, চিঠিটি ডাকযোগে এসেছে। প্রেরকের নাম অতুল রায় উত্তরপাড়া দিনাজপুর লেখা আছে। চিঠিতে তারসহ ১০ জনের নাম উল্লেখ করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, কারা কেন তাদের এভাবে হুমকি দিয়ে চিঠি দিয়েছে তা তারা বুঝতে পারছেন না। চিঠি পাওয়ার পর থেকে তারা আতঙ্কিত।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে জানান, হুমকির পরপরই চার্চের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।