কল্লোল মোস্তফাঃ দায়েশ এর দাবিক ম্যাগাজিনে বাংলাদেশে জিহাদের পুনরুত্থান বিষয়ক অধ্যায়টি নানা কারণেই দুশ্চিন্তার বিষয়। অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে:
১. বিদেশী নাগরিক, পুলিশ এবং শিয়া মিছিলের উপর হামলাকে দায়েশ এর হামলা বলে এন্ডোর্স করা হয়েছে দাবিক ম্যাগাজিনে। তাহলে দায়েশ এর দায় স্বীকার কিংবা রিটা কাৎজ এর টুইট বিষয়ে এতদিনকার যে সন্দেহ তার কি হবে? এই কাজগুলো বিএনপি/জামাত করছে বলে যে সরকারি দাবী তারই বা কি হবে? দায়েশ এর উপস্থিতি স্বীকার করার জন্য যুক্তরাষ্ট্রের চাপ এবং সরকারের ক্রমাগত অস্বীকারের বিষয়টির ব্যাখ্যা কি? সরকারই বা কেন হত্যাকান্ডগুলোর কোন বিশ্বাসযোগ্য সুরাহা করতে পারছে না?
২. সাইট ইন্টেলিজেন্স এর রিটা কাৎজ অনেকদিন ধরেই বলার চেষ্টা করছে বাংলাদেশে প্রভাব বিস্তার নিয়ে দায়েশ এবং আলকায়েদার মধ্যে লড়াই চলছে। তার বক্তব্য অনুসারে. আলকায়দা (আনসার আল ইসলাম) ব্লগার হত্যা করছে আর দায়েশ বিদেশী নাগরিক বা পুলিশ হত্যা করছে। দাবিক ম্যাগাজিনে আলকায়েদার সমালোচনা এবং বিদেশী নাগরিক ও পুলিশি হত্যাকাণ্ডের দায় স্বীকারের পর রিটা কাৎজের এই বক্তব্যের ব্যাপারে আমাদের অবস্থান কি হবে? রিটা কাৎজ যদি কোন বিদেশী শক্তির হয়ে প্রচারণা চালায় তাহলে দায়েশ এর মূল ম্যাগাজিনে বিষয়গুলো স্থান পেল কিভাবে? কিংবা হত্যাকান্ডগুলো কোন বিদেশী গোয়েন্দা সংস্থার ইন্ধনে যদি বাংলাদেশের কোন ভাড়াটে খুনী/উগ্রপন্থী দল করে থাকে তাহলেই বা দায়েশ কেন তার দায় স্বীকার করতে যাবে? দায়েশ কি ওই বিদেশী শক্তির সাথে ঘনিষ্ঠ ভাবে সম্পর্কিত? নাকি বিদেশী শক্তি বা রিটা কাৎজ আসলে যা বাস্তব তাই প্রচার করছে, আমরা তাদেরকে মিছে সন্দেহ করছি?
৩. বিএনপি জামাত যদি কাজগুলো করে তাহলে দায়েশ এর মুল ম্যাগাজিন কেন এর দায় স্বীকার করতে যাবে এবং বিএনপি জামাতকে দোষী করার করার জন্য সরকারকে তিরস্কারকে করতে যাবে? হতে পারে, দায়েশ সারা দুনিয়ায় তার প্রভাব ক্রমবর্ধমান- এটা বোঝানোর জন্য অন্যকোন গ্রুপের করা কাজও নিজের বলে চালাতে চাচ্ছে। সেক্ষেত্রেও প্রশ্ন থাকে- দায়েশ অভিজিৎ হত্যাকান্ডের দৃশ্যপটের ছবি অধ্যায়ের শুরুতে ব্যাবহার করলেও অভিজিৎ রায় বা অন্যকোন ব্লগার হত্যাকাণ্ডের কিন্তু দায় স্বীকার করেনি।নিজেদের প্রভাব বাড়ছে বোঝানোর জন্য তো এগুলোর দায়ও স্বীকার করতে পারতো? নাকি আলকায়দার সাথে সংশ্লিষ্ট আনসার আল ইসলাম এগুলোর দায় স্বীকার করেছে বলে দায়েশ আর এগুলোর দায় স্বীকার করতে পারে নি?
৪. দাবিক ম্যাগাজিনে একমাত্র শায়খ আবদুর রহমানের জেএমবিকেই প্রকৃত জিহাদি সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে দায়েশ। বিএনপি জামাতসহ চারদলীয় জোটকে ‘মুরতাদদের জোট’ বলে উল্ল্যেখ করেছে। নাস্তিক ব্লগারদের বিচারের দাবিতে হেফাজতের আন্দোলনকে ‘জনপ্রিয় জিহাদের’ নামে নীতিগত প্রশ্নে আপোষ করে মুরতাদদের সাথে জোট করে প্রকৃত জিহাদের সবচেয়ে বড় ক্ষতি করার দায়ে অভিযুক্ত করেছে দাবিক। প্রশ্ন হলো, দায়েশ বিএনপি জামাত হেফাজত নিয়ে এত মাথা ঘামাতে গেল কেন? সম্ভব্য সমর্থকদের কাছে অপরাপর ইসলামি সংগঠনগুলোর তুলনায় নিজের সহিত্ব বা শ্রেষ্ঠত্ব প্রমাণ করা জন্য? নাকি বিএনপি জামাতের কোন একটা অংশ সচেতনভাবে দায়েশ সেজে এই কাজটি করেছে যেন দায়েশ এর কাছ থেকে মুরতাদ গালি খেলেও বিএনপি জামাতের উপর থেকে সন্দেহ নিরসন হয়? সেক্ষেত্রে প্রশ্ন হলো, দায়েশ এর কি যাচাই বাছাই করার কোন ম্যাকানিজম নেই? যে কেউ দায়েশ সেজে কোন তথ্য বা বক্তব্য পাঠালেই সেটাকে দায়েশ তার দাবিক ম্যাগাজিনে তা প্রকাশ করে বসবে? আবার কথা নাই বার্তা নাই, বাংলাদেশের মতো একটা দেশ নিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক একটা সংগঠন কেন এত ইনভল্ভ হতে যাবে? মধ্যপ্রাচ্য দখল কি সম্পন্ন হয়ে গেছে কিংবা পাকিস্তানে কি তার কোন অবস্থান প্রতিষ্ঠিত হয়েছে? তাহলে লাফ দিয়ে বাংলাদেশে এসে পড়ার কারণ কি? এটা কি যে কোন মূল্যে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ার তাগাদা থেকে হতে পারে?
৫. একটা বিষয়তো নিশ্চিত যে এই হত্যাকাণ্ডগুলো বাংলাদেশেরই কেউ না কেউ করছে। বাংলাদেশের চরম অগণতান্ত্রিক পরিবেশ, ধর্মভিত্তিক রাজনীতির উপস্থিতি ও রাষ্ট্রীয় দমণ পীড়ন দারিদ্র বৈষম্য ইত্যাদি নানা কারণে ক্ষুব্ধ মানুষ, বিভিন্ন বিদেশী শক্তির ভূমিকা- সবমিলিয়ে জঙ্গিবাদ বিকাশের উর্বর ভূমি এখন বাংলাদেশ। তাছাড়া দাবিক ম্যাগাজিনের লেখাটিতেও বাংলাদেশের কারো না কারো ভূমিকা থাকার সম্ভাবনা প্রবল। প্রশ্ন হলো, বাংলাদেশে বসে যারা এই খুনগুলো করছে এবং যারা দায়েশ এর সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে, তারা বিএনপি-জামাত-হেফাজত-জেএমবি-সরকারের ভেতরের লোক বা বিদেশী শক্তি- যে-ই হোক, সরকার তাদেরকে ধরতে পারছে না কেন? সরকারের কি নিজেই এই কাজ করে বিএনপি জামাতের দোষ দিতে চাচ্ছে এবং এটাকে কাজে লাগিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ আরো কঠোর এবং জনগণের স্বাধীনতা আরো হরণ করবার অযুহাত তৈরী করতে চাইছে? কিন্তু এই হত্যাকান্ডের মাধ্যমে তো সরকারের নিজেরই ক্রেডিবিলিটি কমছে এবং বিপদ বাড়ছে। নাকি সরকার জঙ্গিবাদ নিয়ে খেলতে গিয়ে পানি এত ঘোলা করে ফেলেছে যে নিজেও বুঝতে পারছে না ঘোলা পানির সুযোগ নিয়ে কোন দেশী বিদেশী শক্তি কোন মাছ শিকার করে নিয়ে যাচ্ছে?
এসব প্রশ্নের কোন শেষ নেই…
দায়েশ কোন বিদেশী শক্তির সাথে ঘনিষ্ঠ সম্পর্কিত- এটা ধরে নিলে এসবের ব্যাখ্যা একরকম, আবার বাংলাদেশের কোন একটা গ্রুপ দায়েশ এর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হয়েছে এবং নিজেরাই এই কাজাগুলো করছে- তাহলে তার ব্যাখ্যা আরেক রকম।
মুশকিল হলো, হাতে যেসব তথ্য রয়েছে, তার কোনটা নির্ভরযোগ্য আর কোনটা নির্ভরযোগ্য না- নিশ্চিত হওয়া মুশকিল। ফলে আপাত সন্দেহ ও প্রশ্ন করে যাওয়া ছাড়া কোন উপায় নেই।
কল্লোল মোস্তফা: প্রকৌশলী, রাজনৈতিক কর্মী ও গবেষক