ঢাকা: মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমেদ তাহকিক মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের চাকরি ছেড়েছেন।
গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল জানান, মুজাহিদের ছেলে আলী আহমেদ তাহকিক তিন সপ্তাহ আগে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।
তিনি বলেন, চাকরি থেকে ইস্তফার বিষয়ে গ্রামীণফোনের কোনো চাপ ছিল না। তিনি স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন।
মুজাহিদপুত্র তাহকিক দীর্ঘদিন গ্রামীণফোনের ‘স্টেকহোল্ডারস রিলেশন্স ডিপার্টমেন্ট’-এ কর্মরত ছিলেন। এরপর গত জুন মাসে তাহকিককে ‘ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস ডিপার্টমেন্ট’-এ বদলি করা হয়। সেখানে তিনি ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্ট-এর দায়িত্ব পালন করছিলেন।