সিসি ডেস্ক: ২০১৬ সালের সরকারি ছুটির তালিকা দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে এসেছে । সারা বছরে ২৩ দিনের অধিকাংশ সরকারি ছুটিই সাপ্তাহিক ২দিন বন্ধের আগে ও পরে পড়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে বৃহস্পতিবার পাওয়া তালিকায় দেখা গেছে, ২৩ দিনের মধ্যে ৫ দিন ছুটি পড়েছে সাপ্তাহিক বন্ধের দিন শনি ও শুক্রবার। এ ছাড়া ৮ দিন ছুটি ঘোষণা করা হয়েছে সাপ্তাহিক বন্ধের আগের ও পরের দিন বৃহস্পতিবার অথবা রোববার। এ ক্ষেত্রে ২০১৬ সালে আটবার চাকরিজীবীরা টানা ৩ দিন ও তার অধিক ছুটি পাবেন।
প্রকাশিত তালিকানুযায়ী, আসছে বছরের ঈদুল ফিতর সাপ্তাহিক বন্ধের আগে পড়ায় চাকরিজীবীরা টানা ৫ দিন ছুটি পাবেন। এ ক্ষেত্রে ৫ জুলাই মঙ্গলবার থেকে ৭ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত ৩ দিনের ইদুল ফিতরের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
একইভাবে ঈদুল আজহার সরকারি ছুটি সাপ্তাহিক বন্ধের ঠিক পরের দিন শুরু হওয়ায় দ্বিতীয় দফা টানা ৫ দিন বন্ধ পাবেন চাকরিজীবীরা। ১১ সেপ্টেম্বর রোববার থেকে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত ঈদুল আযহার ৩ দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রোববার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ বৃহস্পতিবার, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ শনিবার, বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল বৃহস্পতিবার, মে দিবস উপলক্ষে ১ মে রোববার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
একইভাবে বুদ্ধ পূর্ণিমার ছুটি ২১ মে শনিবার, শব-ই-বরাতের ছুটি ২৩ মে সোমবার, জুমাতুল বিদা ও ব্যাংক ছুটি ১ জুলাই শুক্রবার, শব-ই-কদরের ছুটি ৩ জুলাই রোববার, জাতীয় শোক দিবসের ছুটি ১৫ আগস্ট সোমবার, জন্মাষ্টমীর ছুটি ২৫ আগস্ট বৃহস্পতিবার, দুর্গাপূজার ছুটি ১১ অক্টোবর মঙ্গলবার, আশুরার ছুটি ১২ অক্টোবর বুধবার, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ছুটি ১২ ডিসেম্বর সোমবার, বিজয় দিবসের ছুটি ১৬ ডিসেম্বর শুক্রবার, বড় দিনের ছুটি ২৫ ডিসেম্বর রোববার ও ৩১ ডিসেম্বর শনিবার ব্যাংক ছুটি নির্ধারণ করা হয়েছে।