ঢাকা: বগুড়া শিবগঞ্জের হরিপুরে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে হামলার দায় স্বীকার করেছে সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস)।
যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি সংগঠনগুলোকে পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ বা ‘সাইট’ এ দাবি করেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার নামাজের সময় এই হামলায় মসজিদটির মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন নিহত হন এবং ইমামসহ বেশ কয়েকজন মুসল্লি গুলিবিদ্ধ হন।