পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরের চক্ষু রোগীদের স্বল্প মূল্যে চিকিৎসা দেওয়ার লক্ষে যাত্রা শুরু করল পার্বতীপুর লায়ন্স চক্ষু হাসপাতাল। শুক্রবার সকাল ১০ টায় বাস টার্মিনাল সংলগ্ন স্থানে চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন বাংলাদেশ জেলা গভর্নর-৩১৫ এ২. লায়ন্স স্বদেশ রঞ্জন সাহা পি এম জে এফ।
পার্বতীপুর পৌর মেয়র লায়ন্স এ জেড এম মেনহাজুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা গর্ভনর লায়ন্স মোজাম্মেল হক লালু, চক্ষু হাসপাতাল বাস্তবায়ন প্রকল্প পরিচালক ডাঃ মোঃ মোফাক্ষারুল ইসলাম, লায়ন্স মায়া রানী শাহা, প্রকৌশলী আব্দুল ওহাব, ক্লাবের সেক্রেটারী লায়ন এ জেড এম ওয়াজেদুল হক, অধ্যপক জালাল উদ্দিন আহাম্মেদ, লায়ন মোজাফ্ফর হোসেন, আবু সালেহ মঞ্জু, গ্রাম বিকাশের পরিচালক লায়ন্স মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
পরে লায়ন্স সদস্যরা পার্বতীপুর গ্রাম বিকাশ কেন্দ্রের শিক্ষা হোমে অবস্থানরত দলীত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।