মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুরে মাত্র ৩ শতক জায়গার বসতবাড়ী ও ১০ লাখ টাকার দাবী মেটাতে না পারার কারনেই ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে অভিযোগ করেছেন শিবানী চক্রবর্তী। তার দাবী আপন শ্বশুড় নিতাই ব্যানার্জী জামাতার সম্পদ আত্মসাতের লক্ষেই নাবালিকা স্নেহারানী রায়কে দিয়ে চক্রান্ত করে যাচ্ছে, আমরা প্রশাসনের নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীর শাস্তির দাবী করছি।
শনিবার (২৮ নভেম্বর) সকালে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবী করেন শহরের সুইহারী (মির্জাপুর) এলাকার বাসিন্দা শিবানী ব্যার্নাজী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্নেহাশীষ ব্যার্নাজী। সংবাদ সম্মেলনে দাবী করা হয় সাজানো এই মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলায় ফাঁসিয়ে শ্রমিক নেতা উদয় চক্রবর্ত্তীর সম্পদ দখল এবং সেই সাথে তার সন্মান ক্ষুন্ন করার অপচেষ্টা করা হচ্ছে।
তারপরেও আমার পুত্র উদয় চক্রবর্ত্তী ও তার বন্ধু মোঃ সোহেলের বিরুদ্ধে কুরুচির্পূণ সাজানো মিথ্যা মামলা করাকে কেন্দ্র করে ন্যাক্কারজনক ঘটনাটি নিষ্পত্তির জন্য আমরা পারিবারিক বিষয় হিসেবে নিষ্পত্তির লক্ষে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রফিকের বাস ভবনে মিমাংসার উদ্দেশ্যে বৈঠক করি কিন্তু তাদের ষড়যন্ত্রের কারনে সেটি সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, শহরের সুইহারী (মির্জাপুর) এলাকায় শ্রমিক নেতা উদয় চক্রবর্ত্তীর বতসবাড়ীতে তার শশুড় নিতাই ব্যার্নাজীসহ বসবাস করতো। উদয়ের পরিবারের সদস্য সংখ্যা বাড়ার কারনে শশুড় নিতাইকে বাড়ী ছাড়তে বলেছিলো। এটাই কাল হয়ে দাড়িয়েছে উদয়ের, শ্বশুড় নিতাই তখন থেকেই ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। শ্বশুড় নিতাই ও শাশুড়ী দিপা ব্যার্নাজী বসতবাড়ীর দখল না ছেড়ে কিভাবে জামাতা উদয়কে শিক্ষা দেয়া যায় তার পরিকল্পনা করে এবং ধর্ষনের মিথ্যা নাটকীয় ঘটনায় ফাঁসিয়ে দেয় এবং হত্যার উদ্দেশ্যে শরীরে গরম তেল ঢেলে সমস্ত শরীর ঝলস্ দিয়েছে।
উদয় চক্রবর্ত্তীর মা শিবানী ব্যার্নাজী কান্না জড়িত কন্ঠে উপস্থিত সাংবাদিকদের বলেন, আমার সন্তান উদয় এই ধরনের নাক্কারজনক ঘটনায় ইতিপুর্বেও জড়িত ছিলনা আগামীতেও থাকবে না এটি একজন মা হিসেবে আমার বিশ্বাস। তাই আপনারা ওই মিথ্যা সাজানো মামলার বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে আমার সন্তানকে রক্ষা করুন। তিনি বলেন, আজ যারা আমার এই নির্দোষ সন্তানকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে তারাই আমার সন্তানকে হত্যার উদ্দেশ্যে মুখ ও শরীরে বিভিন্ন অংশ গরম তেল ঢেলে ঝলসে দিয়েছে।
আমি এই ঘটনায় থানায় মামলা করতে গেলে থানার কর্মকর্তারা টালবাহানা করে এবং মামলা গ্রহনে গড়িমশি করছে। পরবর্তীতে ১৯-১১-১৫ তারিখে দিনাজপুর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে, নীতি রায়, নিতাই ব্যার্নাজী, সোনিয়া ব্যার্নাজী, দিপা ব্যার্নাজী ও মৃণাল রায়কে আসামী করে একটি মামলা করা হয়েছে। একজন বৃদ্ধ মাতা হয়ে আমার সন্তানের কষ্টার্জিত সাম্মান্য সম্পদ রক্ষার জন্যে সকলের সহযোগীতা প্রত্যাশা করছি সেই সাথে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা হতে তদন্ত সাপেক্ষে আমার নিরাপরাধ সন্তান উদয়ের অব্যাহতি প্রার্থনা করছি।
সংবাদ সম্মেলনে উদয়ের বড় ভাই পরান চক্রবর্ত্তী, মামা সুবল ব্যানার্জী, মামী পল্লবী নিয়োগী, স্ত্রী কৃষ্ঞা চক্রবর্ত্তী, বড় মেয়ে উর্মী চক্রবর্ত্তী ও পুত্র পল চক্রবর্ত্তীসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।